নতুন সারফেইস ডিভাইস সারফেইস প্রো ৬ ট্যাবলেট, সারফেইস ল্যাপটপ ২, সারফেইস স্টুডিও ২ এবং
সারফেইস হেডফোনস পণ্য উন্মোচন করেছে ।
সারফেইস প্রো ৬
এটি আগের
চেয়ে ৬৭ শতাংশ দ্রুত কাজ করবে এবং কম
গরম হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি ।
নতুন ডিভাইসটিআগের চেয়ে
নির্ভরশীলও বেশি হবে।
এর প্রসেসর ব্যবহার করা হয়েছে অষ্টম প্রজন্মের এবং ইনটেল ।
টানা ১৩.৫ ঘন্টা চলবে ব্যাটারি।
নতুন কালো রঙ যোগ হয়েছে এবং
মূল্য ৮৯৯ মার্কিন ডলার।
সারফেইস ল্যাপটপ ২
অষ্টম প্রজন্মের ইনটেল প্রসেসর
বেশি
র্যাম রাখা হয়েছে নতুন সারফেইস ল্যাপটপ ২তে।
আগের চেয়ে
৮৫ শতাংশ দ্রুত কাজ করবে
ল্যাপটপটি ১৩.৫ ইঞ্চি ।
মূল্য ৯৯৯ মার্কিন ডলার।
সারফেইস হেডফোনস
নতুন এই হেডফোন ডিভাইসের এর কাপগুলো খুব সহজে ঘোরানো যায়।
যার মাধ্যমে নয়েজ
ক্যান্সেলিংয়ের মাত্রা ও ভলিউম
কমানো বাড়ানো যাবে।
পিসি’র সাহায্যে এআই অ্যাসিস্টেন্ট কর্টানাও ব্যবহার করা যায়।
মূল্য ৩৫০ মার্কিন ডলার।