মঙ্গলের লাল মাটির গ্রহে নাসার নতুন একটি রোবট অবতরণ সফল হয়েছে ।
৭ মিনিটের মধ্যে ইনসাইটের রোবটটি বায়ুমণ্ডল থেকে মঙ্গলের মাটিতে নেমে আসে। যথারীতি এটি বিভিন্ন তথ্য পৃথিবীতে পাঠাতে শুরু করেছে।রোবটটি সোমবার মঙ্গলে অবতরনের সাথে সাথে উল্লাসে ফেটে পরে।এটি কম্পন ও তাপমাত্রার তথ্যের জন্য অভিযান চালাচ্ছে। আর রোবটটি যে এলাকায় অবস্থান করছে তার একটা নামও দেয়া হয়েছে 'এলিসিয়াম প্ল্যানেসিয়া'।বায়ুমন্ডল থেকে ভূপৃষ্ঠে নামার সময় এর গতি ছিল প্রচন্ড যা বিজ্ঞানীদের জন্য ছিল একটা বড় চ্যালেজ।মঙ্গল গ্রহটি আসলে
এখন কতখানি সক্রিয় তা বুঝার জন্য রোবটটির সাথে জুড়ে দেওয়া হয়েছে ৫ মিটার পর্যন্ত খননের এমন
যন্ত্রও।