ভাল লাগা থেকে ভাল ভাসার এক হৃদয় ছুয়া কবিতা ""ভাল লাগে"" - TricksPrince

Latest

Tuesday, May 24, 2016

ভাল লাগা থেকে ভাল ভাসার এক হৃদয় ছুয়া কবিতা ""ভাল লাগে""

  ভাল লাগে
ভাল লাগে স্বপ্ন কে
হ্রিদয় দিয়ে আঁকতে।। ভাল লাগে পাখি কে
ডানা মেলে উরতে।।
ভাল লাগে নদি কে
চ্রুতো ধারাই ভইতে।।
ভাল লাগে হাসি কে
তোমার মুখে দেখতে।।
ভাল লাগে সাগর কে
ডেউ এর মাঝে থাকতে।।
ভাল লাগে ঝর্ণা কে
পাহার বেয়ে নামতে।।
ভাল লাগে চাঁদকে
রাতে আলো ছরাতে।।
ভাল লাগে ফুল কে
মধুর গ্রান নিতে।।
ভাল লাগে মেঘকে
বৃষ্টিততে ভিজতে।।
ভাল লাগে আকাস কে
নীল দিয়ে ঢাকতে।।
সব থেকে ভাল লাগে
তোমার সাথে থাকতে।।

,,,,,,, Creater by KK