ফোনের জীবনের সাথে ব্যাটারির জীবন বাঁচাতে দেখেনিন ১০ টি গুরুত্বপূর্ন টিপস - TricksPrince

Latest

Saturday, April 30, 2016

ফোনের জীবনের সাথে ব্যাটারির জীবন বাঁচাতে দেখেনিন ১০ টি গুরুত্বপূর্ন টিপস

১) নতুন মোবাইল কিনে কম পক্ষে ৮-১০
ঘন্টা চার্জ দিন।
২) খুব বেশী দরকার না হলে
ভাইব্রেশন ব্যবহার করবেন না।
ভাইব্রেশনের কারণে দ্রুত চার্জ
ফুরায়।
৩) ব্যাটারীর সম্পূর্ণ চার্জ শেষ হয়ে
গেলে চার্জ দিন।
৪)ফুল চার্জ না হওয়া পর্যন্ত মোবাইল
চার্জ দিন।
৫) মোবাইলের ব্রাইটনেস কমিয়ে
রাখুন।
৬) অতিরিক্ত
চার্জ ব্যাটারীরর জন্য ক্ষতিকর।
৭) সব সময় সেটের অরিজিনাল
চার্জার ব্যবহার করুন।
৮) খুব বেশী দরকার না হলে ফোন
রির্স্টাট করবেন না।
৯) অকারণে ব্লু-টুথ অন করে রাখবেন
না।
১০)নেটওয়ার্ক সিগন্যাল বারবার
সার্চ করলেও বেশি ব্যাটারি ক্ষয়।