মুহূর্তের মাজেই যে কোন ফাইল হাইড করুন কোন সফটওয়ার ছারাই - TricksPrince

Latest

Saturday, April 30, 2016

মুহূর্তের মাজেই যে কোন ফাইল হাইড করুন কোন সফটওয়ার ছারাই

১. আপনার যেকোন ড্রাইেভ একিট ফোল্ডার তৈরী করুন যার নাম দিন (ইচ্ছামত) abc ২। এখন Command Prompt খুলুন Start Menu থেকে (Start-Run-cmd)।
৩। টাইপ করেন: attrib +s +h C:\abc (+ চিহ্নের আগে space হবে) এবং enter চাপুন .
৪।এই command আপনার ফোল্ডারকে অদৃশ্য করে ফেলবে এবং Start/Control Panel/Folder Option/view/Show hidden files and folders এ ক্লিক করা থাকলে দৃশ্যমান হবে না। আপিন চেষ্টা করতে পারেন।
৫। এটি দৃশ্যমান করার জন্য পুনরায় cmd তে type করুন- attrib -s -h C:\abc