সনি আবারও বাজারে নিয়ে আসল আইবো রোবট কুকুর। - TricksPrince

Latest

Monday, August 27, 2018

সনি আবারও বাজারে নিয়ে আসল আইবো রোবট কুকুর।


এটি অনেক কিছু শিখতে এবং মানুষকে চিনতে ও পারবে।
১৯৯৯ সালে প্রথম বাজারে এসেছিল রোবটটি কিন্তু ২০০৬ তা আবার বন্ধ করে দেয়া হয়।এবং এই বছরই সেপ্টেম্বরে বাজারে আসবে আইবো রোবটটি, যার বাজার মূল্য ধরা হয়েছে ২৮৯৯ মার্কিন ডলার।এটি সব সময় চপচাপ একা একা বসে না থেকে বাড়ির মালিককে খোঁজে বের করে আনবে।মাথায় হাত বুলিয়ে দিলেয় সারা দেবে কুকুরটি।এর চোখে লাগানো হয়েছে সেন্সর ক্যামেরা যার সাহায্যে খুব সহযে চিনতে পারবে সবাইকে।